রাজ‍্যসভার ভোটগ্রহণ চলছে, বিজেপি-কংগ্রেসের জোর লড়াই

0

রাজীব ঘোষ:- রাজ্যসভার ১৯ টি আসনে ভোট গ্রহণের প্রক্রিয়া চলছে। ৮ টি রাজ্যের রাজ্যসভার আসনের ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু হলেও মূলত লক্ষ্য রয়েছে গুজরাট, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ভোটের ফলাফলের দিকে। কারণ এই ৩ রাজ্যে বিজেপির সঙ্গে কড়া প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস। গুজরাটের রাজ্যসভার ৪ টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। প্রার্থী হয়েছেন ৫ জন। বিজেপির ৩ জন এবং কংগ্রেসের ২ জন। ১ টি রাজ্যসভার আসনে এখানে জয়লাভ করতে গেলে ৩৫ টি ভোটের প্রয়োজন।

 

সেখানে বিজেপির ৩ জন প্রার্থী কে জয়লাভ করতে হলে ১০৫ টি ভোট দরকার। বিজেপির কাছে রয়েছে এই মুহূর্তে ১০৩ টি ভোট। আরো ২ টি ভোট প্রয়োজন রয়েছে। কংগ্রেসের ২ জন প্রার্থীকে জেতাতে হলে প্রয়োজন রয়েছে ৭০ টি ভোটের। এখানে কংগ্রেসের কাছে রয়েছে ৬৬ টি ভোট। কংগ্রেসের আরও ৪ টি ভোটের প্রয়োজন রয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে তাদের বিধায়কদের কেনার অভিযোগ তোলা হয়েছে বিজেপির বিরুদ্ধে। সেই কারণে কংগ্রেস তাদের বিধায়কদের অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছিল।

 

তবে রাজনৈতিক চিত্র অনুযায়ী গুজরাটে ৩ টি রাজ্যসভার আসনে বিজেপির জয়লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজস্থানে রাজ্যসভার ৩ টি আসনে ভোট হচ্ছে। ৩ টি আসনের জন্য ৪ জন প্রার্থী হয়েছেন। বিজেপির ২ জন এবং কংগ্রেসের থেকে ২ জন। এখানে ১ জন রাজ্যসভার প্রার্থী কে জয়লাভ করতে হলে ৫১ ভোটের প্রয়োজন রয়েছে। সে ক্ষেত্রে কংগ্রেসের কাছে রয়েছে ১০৭ টি ভোট।

 

ফলে কংগ্রেসের ২ জন রাজ্যসভার প্রার্থীর জয় একদম নিশ্চিত। বিজেপির রয়েছে ৭৫ টি ভোট। বিজেপির ২ জন প্রার্থী কে জয়লাভ করতে গেলে আরও ২৭ টি ভোটের প্রয়োজন রয়েছে। ফলে এখানে বিজেপির ১ জন প্রার্থী জয়ী হতে পারেন। মধ্যপ্রদেশের রাজ্যসভার ৩ টি আসনের জন্য ৪ জন প্রার্থী হয়েছেন। বিজেপির ২ এবং কংগ্রেসের ২ জন। এখানে রাজ্যসভার ১ জন প্রার্থীকে জয়লাভ করতে হলে ৫২ টি ভোটের প্রয়োজন। সে ক্ষেত্রে বিজেপির কাছে রয়েছে ১০৭ টি ভোট। কংগ্রেসের কাছে আছে ৯২ টি ভোট।

 

কংগ্রেসের ২ জন প্রার্থী জয়লাভ করতে হলে আরো ১২ টি ভোটের প্রয়োজন রয়েছে। তাই বিজেপির ২ জন প্রার্থী অনায়াসে ৩ টি ভোট বেশি নিয়ে জয় লাভ করবেন। তবে এখানে লড়াইটা বেশ কঠিন। কারণ বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন সদ্য কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং কংগ্রেসের প্রার্থী হয়েছেন দিগ্বিজয় সিং। এছাড়াও দেশের আরও বেশ কয়েকটি রাজ্যের রাজ্যসভার আসনে ভোটগ্রহণ হচ্ছে।