সমাচার ডেস্ক: শেষবেলায় পালে হাওয়া দিতে তৈরী কংগ্রেস। তেমনি অন্যদিকে মমতা ব্যানার্জি হিন্দু মুসলিম ধর্মের সম্মেলনে এক বার্তা দিয়েছেন। তিনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন ।সেই ভঙ্গিকে লক্ষ করেছেন কেজরিওয়াল! হ্যাঁ আপনার মনে হতে পারে মুদ্রার এপিঠ ওপিঠ।
কিন্তু সারাদিনে এই কর্মকাণ্ডের মধ্যেই ছিলরাম রাজ্য প্রতিষ্ঠার এক বিশাল স্বপ্ন পূরণের দিন; ভারতবাসীর কাছে হয়তো এক দৃষ্টান্তমূলক ঐতিহাসিক দিনের স্বাক্ষর হতে চলেছে। আজ বুধবার মাত্র ৩২ সেকেন্ডের জন্য স্থায়ী হয় পূন্য লগ্ন।
১২ টা ৪৪ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২ টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ড পর্যন্ত সেই মহরত স্থায়ী থাকবে। আগেই জানানো হয়েছিল।ঘড়ির কাঁটা দেখে ঠিক ১২ টা ৪৪ মিনিটে শুরু হয় বিশেষ পুজো।
শুভ সময় শেষ হওয়ার আগেই শেষ হয় পুজো। সেখান থেকে প্রধানমন্ত্রী মোদী সোজা চলে যান মূল মঞ্চে। এরপর দীর্ঘায়িত ভাষণ এবং সেখানে উঠে আসে ইতিহাসের নানা দিক এবং নতুন দিগন্ত খুলে দেবার এক প্রয়াস। আত্মনির্ভর ভারতের দিকে অঙ্গুলি নির্দেশ।