ওয়েব ডেস্কঃ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ নিয়ে লোকসভায় বিরোধীতায় নেমে বসলো বিরোধী দল কংগ্রেসসহ অন্যান্য দল সমুহ । নাটকীয়ভাবে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার গঠন নিয়ে অভিযোগ বিরোধীদের । এই বিক্ষোভের কারণেই ব্যাহত হয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। কংগ্রেসের এই বিক্ষোভে উত্তেজনা ছড়ায় সংসদের বাইরেও। দলের দুই নারী সাংসদের সঙ্গে মার্শালদের দুর্ব্যবহারের অভিযোগে আগামীকাল মঙ্গলবারও বিক্ষোভের ঘোষণা দিয়েছে কংগ্রেস। অন্য দিকে সোমবার তুমুল হট্টগোলের মধ্যেই লোকসভায় মহারাষ্ট্র অভূত্থানের প্রসঙ্গ টেনে কংগ্রেস রাহুল গান্ধী বলেন, সেখানে গণতন্ত্রের হত্যা হয়েছে।
महाराष्ट्र में लोकतंत्र की हत्या हुई : श्री @RahulGandhi pic.twitter.com/wJXGjZ9NsG
— Congress (@INCIndia) November 25, 2019