রাহুল গান্ধী হবেন আগামী প্রধানমন্ত্রী, ভবিষ্যতবাণী করলেন এই সন্ন্যাসী!

0

সমাচার ডেস্ক: রাহুল গান্ধী হচ্ছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী এমনটাই ভবিষ্যতবাণী করলেন,বুধবার কর্ণাটকের লিঙ্গায়ত সম্প্রদায়ের এক সাধু কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আশীর্বাদ করেছেন।রাহুল গান্ধী চিত্রদুর্গার শ্রী মুরুগরাজেন্দ্র মঠে সাধুদের সঙ্গে মতবিনিময় করছিলেন।

এই সময়, হাভেরি হোসামথ স্বামী ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী কথা উল্লেখ করে বলেন, “ইন্দিরা গান্ধী জি প্রধানমন্ত্রী ছিলেন, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন এবং এখন রাহুল গান্ধী লিঙ্গায়ত সম্প্রদায়ে দীক্ষিত হয়েছেন।এবং তিনি প্রধানমন্ত্রী হবেন।”

তবেএই বিষয়ে মঠের প্রধান, শ্রী শিবমূর্তি মুরুগা শরনারু তাকে বাধা দিয়ে বললেন, “দয়া করে এটা বলবেন না… এটা সঠিক ফোরাম নয়। জনগণই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বুধবার জেলা সদরে অবস্থিত মুরুগা মঠের মহন্তের কাছ থেকে লিঙ্গায়ত সম্প্রদায়ের দীক্ষা নেন।এদিন কংগ্রেসের বহু নেতাও উপস্থিত ছিলেন।