ওয়েব ডেস্ক: ধর্ষণ নিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্য রাহুল গান্ধীকে শাস্তি দেওয়া উচিত ।ঝাড়খণ্ডের সমাবেশে ধর্ষণ নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে রাহুল গান্ধীর বিরুদ্ধে। সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে অনুযায়ী , রাহুল গান্ধী বলেছেন ভারতীয় মহিলাদের ধর্ষণ করা উচিত। তার এই মন্তব্যের জন্যে রাহুল গান্ধীকে শাস্তি দেওয়া উচিত শুক্রবার লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়াকে নিয়ে বলেন, দেশে আজকাল যেখানে সেখানেই দেখবেন ‘মেক ইন ইন্ডিয়া’ নয় ‘রেপ ইন ইন্ডিয়া’ চলছে।
তিনি আরও বলেন, উত্তর প্রদেশের বিজেপির বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ করার অভিযোগ ওঠে তারপর মেয়েটিকে ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয় কিন্তু এ বিষয়ে আজ চুপচাপ নরেন্দ্র মোদী।
#WATCH Rahul Gandhi, Congress in Godda, Jharkhand: Narendra Modi had said 'Make in India' but nowadays wherever you look, it is 'Rape in India'. In Uttar Pradesh Narendra Modi's MLA raped a woman, then she met with an accident but Narendra Modi did not utter a word. (12.12.19) pic.twitter.com/WnXBz8BUBp
— ANI (@ANI) December 13, 2019