ভারতমাতাকে “রেপ ইন ইন্ডিয়া” বলেও ক্ষমা চাইতে নারাজ রাহুল? মোদির প্রতিশ্রুতির সমালোচনায় মনমোহন!

0

সমাচার ডেস্ক:একদিকে যখন রেপ ইন ইন্ডিয়া বলে রাহুল গান্ধী দেশের জনগণের কাছে অনেকটা হেট হয়ে গিয়েছেন। তখন তিনি কিন্তু ক্ষমা চাইতে নারাজ। এ বিষয়ে লোকসভা থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় উত্তাল। কিন্তু কখনো বা সাভারকারের নাম নিয়ে তিনি বিতর্ক সৃষ্টি করেছেন।

আর এর মাঝেই নাগরিকপঞ্জি আইনে পরিণত হয়ে দেশকে এক মজবুত স্থিতি। তখন অন্য একটি বিষয় নিয়ে মুখ খুললেন অন্য সময় কথা না বলা দেশের অন্যতম প্রধানমন্ত্রী মনমোহন সিং। এদিন মনমোহন বলেন, “গত ছ’বছর ধরে দেশের মানুষকে ভুল পথে পরিচালিত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”

“ছ’বছর আগে প্রধানমন্ত্রী ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। বলেছিলেন ২০২৪ সালের মধ্যে দেশে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে। পাঁচ বছরের মধ্যে কৃষকদের রোজগার দ্বিগুণ করে দেওয়ার কথা বলেছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশের দু’কোটি বেকারের চাকরি হবে। এখন বোঝা যাচ্ছে এ সবটাই মিথ্যের ফানুস ছিল। একটাও প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি।”