খুব শীঘ্রই মোদির হাত ধরে উদ্বোধনের পথে রহতাং টানেল,চীনের “নাকের ডগায়” এবার দ্রুত পৌঁছতে তৈরি সেনাবাহিনী

0

সমাচার ডেস্ক: হিমাচল প্রদেশের যে প্রজেক্ট কে ঘিরে বাজপেয়ী স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন পূরণের পথে। ৮.৮ কিমি লম্বা রোহতাং টানেলের কাজ প্রায় শেষের দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই উদ্বোধন করবেন এই টানেলের। লেহ মানালি হাইওয়ের ওপর নির্মিত এই টানেলের মাধ্যমে লাহুল ও স্পিতি জেলার মধ্যে সংযোগ রক্ষা সম্ভব হবে।

মোদী জমানায় একের পর এক সীমান্ত সমস্যা নিয়ে যখন দানা বাঁধছে যুদ্ধ পরিস্থিতি তখন উন্নয়নের পথে এগোচ্ছে সীমান্ত সম্পর্কিত অঞ্চলগুলো। আর তেমনই এক আপডেট আসতে চলেছে ভারতবাসীর কাছে । কারণ এই টানেল তৈরি হলে খুব দ্রুত সীমান্তে পৌঁছানো যাবে এবং চীনের বিরুদ্ধে আরও সচেতন ও মজবুত করা যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। দ্রুত পৌঁছানো যাবে সীমান্ত এলাকায়

এই টানেল তৈরি করতে মোট খরচ পড়েছে প্রায় ৩২০০ কোটি টাকা। চীনা হামলার কথা মাথায় রেখেই দ্রুত এই টানেল নির্মানের কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর আরও জানিয়েছেন, এই টানেলের ফলে সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের সাথেও যোগাযোগ রক্ষা সম্ভব হবে। পাশাপাশি খুব দ্রুতই সীমান্ত এলাকায় পৌঁছনোও সম্ভব হয়ে যাবে।