আবুধাবি থেকে রওনা রাফালঃ আর মাত্র কয়েক মিনিট অপেক্ষা; ভারতের মাটিতে পা আকাশে গর্জন,রেড কার্পেট বেছানো শুরু

0

সমাচার ডেস্ক: আর কয়েক মিনিটের অপেক্ষা আম্বালাতে জোরদার শুরু বরণ করে নেবার প্রক্রিয়া ভারত এবার আরও শক্তিশালী ভয়ে কাঁপছে চীন পাকিস্তান।

মাঝ আকাশে রাফাল এর তেল ভরার অপরূপ দৃশ্য ভাইরাল নেট দুনিয়ায়। যে রাফাল দুরন্ত গতি বেগে ছুটবে শত্রুপক্ষের দিকে। হাড় হিম করে দেওয়া সেই রাফাল ভারতের মাটি ছোঁবে কাল। চীন-পাকিস্তানের প্রহর গুনছে নিজেদের বিপদের আশঙ্কায়।

প্রস্তুতি তুঙ্গে এবার চীনের হাড়হিম করতে পাকিস্তান কে জব্দ করতে নেপাল কে শিক্ষা দিতে ভারতের হাতে চলে আসছে রাফাল রওনা দিয়ে দিয়েছে বীর সৈনিকদের হাত ধরে। প্রথম ১০ টি প্রস্তুত হয়ে গেছে, যার মধ্যে ৫ টি রাফাল গতকাল ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

মোট ৩৬ টি রাফাল আগামী ২০২১ এর মধ্যে ভারত পেয়ে যাবে বলে কথা দিয়েছে দাসো এভিয়েশন। বায়ুসেনার দারুন ভাবে প্রশিক্ষিত পাইলট ৭ হাজার কিমি বিমান চালিয়ে ভারতে নিয়ে আসবে, যার মধ্যে একবার আরব আমির শাহিতে ব্রেক নেবে তারা, তারা, জ্বালানি ভড়বে। ও তারপরে আবার ভারতের উদ্দেশ্যে রওনা দেবে।

গতকাল সকালে ফ্রান্সের থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিমান। যার মধ্যে ৩ টি সিঙ্গেল সিটার ও দুটি ডবল সিটার‌। আর এর মাঝেই চীন নেপাল আফগানিস্তান ও পাকিস্তান কে নিয়ে করোনা নামে বৈঠক ডেকে ভারতবিরোধী এজেন্ডা তৈরি করতে ব্যস্ত। সূত্র মারফত এমন খবর বাইরে এসে পড়েছে।

আর সেখানে আতংবাদি কি সাথে নিতে চাইছেন? যেখানে লাদেন আবিষ্কার হয়েছিল পাকিস্তান থেকে সেই পাকিস্তানকে নিয়ে কি এবার একনায়কতন্ত্র সাম্রাজ্যবাদী শক্তি বৃদ্ধি করতে চাইছে চিন?রাজনৈতিক কূটনৈতিক মহল এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে