সমাচার ডেস্ক: রবীন্দ্র সংগীতকে বিকৃত করার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় জুড়ে সমালোচনার শিকার হয়েছেন ওপার বাংলার হিরো আলম (Hero Alam)।এবার হিরো আলমের পাশে দাঁড়ালেন সারেগামাপা প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া সমালোচিত সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল।
আপনাদের জানিয়ে রাখি,সম্প্রতি বিকৃত, রুচিহীন কনটেন্ট তৈরি করে বেশ সমালোচিত হয়েছেন হিরো আলম,অনেকেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন থানায়। সেই অভিযোগের ভিত্তিতে হিরো আলমকে জিজ্ঞাবাসাদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিসের গোয়েন্দা বিভাগ।এই জিজ্ঞাসাবাদের পর তিনি জানিয়েছেন যে, বিকৃত করে রবীন্দ্র ও নজরুলসংগীত গাইবেন না ‘
এবার সেই প্রসঙ্গে হিরো আলমের পাশে দাঁড়ালেন বিতর্কিত সংগীত শিল্পী মইনুল আহসান নোবেল। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লিখেছেন,রবীন্দ্রনাথ বাংলাদেশের সাহিত্যে তেমন কোনো অবদানই রাখেননি ,রবীন্দ্রনাথ-নজরুল তো আর নবী কিংবা দেবতা না যে তাদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না!
তিনি আরও লিখেছেন,যে রবীন্দ্রনাথ এদেশের কবিদের মূল্যায়ন করে যাই নাই তারে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সেক্ষেত্রে তার গান এদেশের কেউ যদি প্যারোডি আকারে গায় সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক।