রাজীব ঘোষঃ-রাজ্যপাল জাগদীপ ধনকারকে দিল্লিতে নিয়ে গিয়ে লকডাউন করে রাখুন। তাহলে খুব উপকার হয় ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে উদ্দেশ্য করে টুইট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মুখ্যমন্ত্রীর ৫ পাতার চিঠির জবাবে শুক্রবার ১৪ পাতার পাল্টা চিঠি দিয়েছেন রাজ্যপাল জাগদীপ ধনকার। সেই চিঠিতে মমতার উদ্দেশ্যে রাজ্যপাল চরম ভাষায় আক্রমণ করেছেন।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের রাজনীতি থেকে শুরু করে করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ করেছেন তিনি। দীর্ঘ চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে রাজ্যবাসীর নজর ঘোরানোর জন্য নতুন রণনীতি তৈরি করেছেন বলে অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী তার দেওয়া চিঠিতে রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য সরকারের মন্ত্রিসভার অপমান করার অভিযোগ জানিয়েছিলেন।
রাজ্যপাল চিঠি দেওয়ার পরেই আসরে নামলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তিনি টুইটারে রাজ্যপাল কে আক্রমন করে লিখেছেন, এই সময়ে একটা মহামারির সঙ্গে লড়াই চলছে। রাজ্য সরকারের কাছে এখন রাজভবন কে খুশি করার মত সময় নেই। তার পরেই তিনি মোদী এবং শাহ এর কাছে রাজ্যপাল কে দিল্লিতে নিয়ে গিয়ে লকডাউন করে রাখার আর্জি জানিয়েছেন। তাতে রাজ্যের উপকার হয়।
ফলে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর চিঠি তার জবাবে পাল্টা চিঠি কে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পারদ প্রতিদিনই এক নতুন মাত্রা পাচ্ছে। রাজ্যে একদিকে রয়েছে করোনা সংকট অন্যদিকে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সংঘাত। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের এই দ্বন্দ্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।