প্রতিবাদ, আন্দোলনের নামে “মগেরমুললুক” সৃষ্টি! ভয়ানক অবস্থা সামলাতে অনেক জেলায় ইন্টারনেট বন্ধের নির্দেশ মমতার

0

সমাচার ডেস্ক:বাংলা চারিদিকে আগুন? সাধারন মানুষ একের পর এক ট্রেন বাতিল এ ভোগান্তি। অসুস্থ মানুষ। সাধারণ পরিষেবা দাউদাউ করে জ্বলছে।লক্ষ টাকার সম্পত্তি এখন মগের রাজত্বে। প্রশাসনের নীরবতায় প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। অতিষ্ঠ হয়ে গেছে অপর প্রান্তে থাকা সাধারণ মানুষ। তারা কেমন ধরনের আন্দোলন কখনো দেখেননি এমনি মত প্রকাশ করছেন। দিকে দিকে ছড়িয়ে পড়ছে তার প্রভাব। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে প্রশমিত করতে প্রথম থেকে কিছুটা নমনীয় থাকলেও কিছুটা সদর্থক ভূমিকা হয়তো তিনি নেমেছেন এখন। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিবৃতি মমতা বন্দ্যোপাধ্যায়ের।

তিনি বলেছেন, ‘‘সরকার বার বার বলা সত্ত্বেও, কিছু বহিরাগত, সাম্প্রদায়িক শক্তির উস্কানিতে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা ছড়ানোর চক্রান্ত করছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরুপায় হয়ে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনার বসিরহাট ও বারাসত মহকুমা, এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে।’’