ওয়েব ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনরত অবস্থায় উত্তর প্রদেশের মুজফফরনগরে পুলিশবাহিনীর লাঠিচার্জে আহতদের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। ২০ ডিসেম্বর নাগরিকত্ব আইনের প্রতিবাদী আন্দোলনের বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে যোগী সরকারের পুলিশ।
সেদিনকার বিক্ষোভে বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়, ভাঙচুর চলে দেনা ব্যাঙ্কে। হিংসা দমন করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। এর ফলে যাঁরা আহত হয়েছেন, তাঁদের সঙ্গে দেখা করতে মুজফফরনগর যান প্রিয়াঙ্কা। রোকেয়া পারভিন নামে এক মহিলার সঙ্গে দেখা করেন তিনি। তাঁর সামনে বিবাহ। তাঁর পরিবারের অভিযোগ, পুলিশ তাঁদের বাড়ি প্রবেশ করে বহু জিনিসপত্র নিয়ে গিয়েছে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, পুলিশের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ এনে রাজ্যপালকে তিনি চিঠি দিয়েছেন ইতিমধ্যে।
উত্তরপ্রদেশের মুজফফরনগরের পর তাঁর মেরঠ যাওয়ার কথা। তাঁকে ও রাহুল গাঁধীকে কিছুদিন আগেও মেরঠে প্রবেশ করতে দেয়নি যোগীর পুলিশ। তবে বিজনোরে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ প্রদর্শনে মৃত ২ যুবকের পরিবারের সঙ্গে প্রিয়াঙ্কা দেখা করেছেন ইতিমধ্যে।