বিনোদন ডেস্ক: বছর খানেক আগে বিয়ে হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের। সাম্প্রতিক এক রোমান্টিক নাচের ভিডিও দাপিয়ে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায়।সেখানে দেখা যাচ্ছে, স্বর্গীয় সূর্যাস্তের আবহে খোলা আকাশের নীচে ধীরগতির সুরের তালে দুজনে একাত্ম হয়ে কোমর দোলাচ্ছেন।
রোববার সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে রীতিমতো উত্তাপ ছড়ালেন এই সেলেব দম্পতি।সাদা স্যুইমস্যুটে নরম রোদ উপভোগ করছেন পিগ্গি চপস। চোখে বাহারি রোদচশমা আর হাতে পানীয়ের গ্লাস। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, সেরা ছুটি কাটানো।