দিল্লি: আজ ৮ আগস্ট দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল নিয়ে দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন মোদি । ৩৭০ ও ৩৫ এ ধারা বাতিলের জন্য দেশের রাজনৈতিক মহল উত্তপ্ত।
গতকাল কাশ্মীর ইস্যুতে ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধের ঘোষণাও করল পাকিস্তান। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে জাতীয় সুরক্ষা কমিটির বৈঠক করেন।
এই বৈঠকের পর ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বাতিল ও কূটনৈতিক সম্পর্ক হ্রাসের সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। ১৫ অগাস্ট পাকিস্তানে কালোদিন হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে৷