বেঙ্গালুরুর ইসরোর সদরদপ্তর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

0

সমাচার ডেস্ক: সারা বিশ্বে ইতিহাস গড়ার লক্ষ্যে ইসরোর পাঠানো ‘চন্দ্রযান-২’ । আজ রাত ১টা নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’ তৈরি ‘চন্দ্রযান-২’। ইতিমধ্যেই বেঙ্গালুরু ইসরোর সদরদপ্তর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দেশের ৭০টি স্কুলের পড়ুয়ারা থাকবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। ১,০০০ কোটি টাকার চন্দ্রযান-২ মিশনে তিনটি অংশ রয়েছে, লুনার অরবিট বা চাঁদের কক্ষপথ যার নাম বিক্রম এবং একটি রোভার বা পর্যটক যার নাম প্রজ্ঞান।

চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে মহাকাশ যানটির ল্যান্ডার ‘বিক্রম’।শুক্রবার রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে ‘টাচ ডাউন’। আর শনিবার সকাল ৬ টা নাগাদ ল্যান্ডারের ভেতর থেকে বেরোনোর কথা রোভার প্রজ্ঞানের।

চাঁদের মাটিতে আদৌ জল আছে কিনা, এমনকি ভবিষ্যতে বিপুল খনিজের উৎস হতে পারবে এইসবের প্রশ্নের উত্তর খুঁজতে কিছু মহুর্তে মধ্যে চাঁদের মাটিতে অবস্থান করবেন চন্দ্রযান-২।