‘দেশবাসীর কাছে ক্ষমা চাইছি’ কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

0

সমাচার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেন।দীর্ঘদিনের পর কৃষি আইন নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মোদী সরকার।গুরু নানক জয়ন্তী উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আগামী সংসদের শীতকালীন অধিবেশনে এসব আইন বাতিলের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এদিন তিনি আরও বলেন, ‘আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। আমি বলতে চাই যে হয়ত আমাদের তপস্যাতেই খামতি ছিল তাই এই কৃষি আইন প্রত্যাহার করা হল। আমি সবাইকে অনুরোধ করে বলছি যে আন্দোলন ছেড়ে একটি নয়া সূচনা করি।আপনারা সবাই নিজের পরিবারের মধ্যে ফিরে যান।’

তবে এই বিষয়ে রহুল গান্ধী টুইটারে লিখেছেন,সত্যাগ্রহের কারণে অহংকার মাথা নত। ‘দেশের অন্নদাতা সত্যাগ্রহ করে অহংকারে মাথা নত করেছে। অন্যায়ের বিরুদ্ধে এই জয়ের জন্য অভিনন্দন। জয় হিন্দ, জয় হিন্দের কৃষক।’

একইসঙ্গে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘৭০০-এর বেশি কৃষকের মৃত্যুর পর যদি এই সরকার কৃষি আইন প্রত্যাহার করে, তাহলে বোঝা যায় এই সরকার কৃষকদের নিয়ে কতটা চিন্তা করে।বছরে কৃষক ও সাধারণ মানুষের যে ক্ষতি হয়েছে তার দায় কে নেবে? বিষয়টি সংসদে তুলবেন।