‘নর্দমা পরিষ্কার করার জন্য নির্বাচিত হইনি, এমন বেফাঁস মন্তব্যের করে বসলেন প্রজ্ঞা সিং ঠাকুর।মধ্যপ্রদেশের ভোপালের সেহোরে এলাকায় দলীয় কর্মীদের বৈঠকে প্রজ্ঞা বলেন, “আমরা নর্দমা পরিষ্কার করার জন্য নির্বাচিত হইনি। আমরা আপনাদের শৌচাগার পরিষ্কার করার জন্যেও নির্বাচিত হইনি। যে কাজের জন্য নির্বাচিত হয়েছি, সে কাজ সততার সঙ্গেই করব। এ কথা আমি আগেও বলেছি আর আবারও বলব।”এই মন্তব্যের বিরোধীপক্ষ থেকে শুরু হয়েছে সরগোল । কংগ্রেস নেতা তারিক আনোয়ার বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত ওঁর বিরুদ্ধে পদক্ষেপ করা।” প্রজ্ঞার এহেন উদ্ধত মন্তব্যকে নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত অভিযান’ বিমুখ প্রতিক্রিয়া বলেই মনে করছেন অনেকে। সূত্রের খবর, প্রজ্ঞার এই উদ্ধত মন্তব্যের জেরে তাঁকে ডেকে পাঠিয়েছেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা।
#WATCH BJP MP from Bhopal, Pragya Thakur in Sehore: Hum naali saaf karwane ke liye nahi bane hain. Hum aapka shauchalaya saaf karne ke liye bilkul nahi banaye gaye hain. Hum jis kaam ke liye banaye gaye hain, vo kaam hum imaandaari se karenge. #MadhyaPradesh pic.twitter.com/VT4pcGKkYx
— ANI (@ANI) July 21, 2019