উস্কানি মূলক তথ্য পোস্ট ! উত্তরপ্রদেশে গ্ৰেফতার ১২৪, নজরে ১৯ হাজার অ্যাকাউন্ট

0

ওয়েব ডেস্কঃ বর্তমান উত্তরপ্রদেশের অশান্তি পরিবেশ দমনে বিশেষ  উদ্যোগ নিলো যোগী আদিত্যনাথের প্রশাসন, গত সপ্তাহেই চরম বিক্ষোভ-আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে সে রাজ্য। পরবর্তীতে তদন্তে নেমে প্রাথমিকভাবে যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ ওঠে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। কিন্তু শুধু এতেই ক্ষান্ত দেয়নি যোগী রাজ্যের পুলিশ , তাঁরা এখন সোশ্যাল মিডিয়াতেও কড়া নজরদারি শুরু করেছে। 

আপাতত উস্কানি মূলক তথ্য পোস্ট করার জন্য ১২৪ জনকে গ্রেফতার করেছে রাজ্যে । পাশাপাশি ১৯ হাজার অ্যাকাউন্টের বিরুদ্ধে উত্তেজনা ছড়ানোর অভিযোগ ওঠায় সেই অ্যাকাউন্টগুলির দিকেও নজরদারী চালাচ্ছে উত্তরপ্রদেশ প্রশাসন। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, ১৯,৪০৯ টি সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ৯,৩৭২ টি টুইটার, ৯,৮৫৬ টি ফেসবুক এবং ১৮১ টি ইউটিউব প্রোফাইল বন্ধ করে দেওয়া হয়েছে”। পাশাপাশি অন্যভাবে যাতে রাজ্যে অশান্তিতে উস্কানি না ছড়ানো হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।