সমাচার ডেস্কঃ- সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর অশালীন ছবি পোস্ট করার গ্রেপ্তার এক যুবক । যুবকের নাম কালু শেখ । কাঁকসা থানার পানাগড় হাজরা পাড়ার ঘটনা ৷
পুলিশ জানিয়েছে , কালু নামে এক যুবক সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ( Narendra Modi ) ছবি দিয়ে বেশ কয়েকটি অশালীন পোস্ট করে । রিতিমত সেই ছবি ভাইরাল হয় । ক্ষীপ্ত হয় দেশবাসী । স্থানীয় তার বিরুদ্ধে অভিযোগ দায় করে । এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে । অভিযুক্ত যুবক নিজের দোষ স্বীকার করে । সে বলে ” ভুল হয়ে গেছে , এই ধরনের পোস্ট করা অনুচিত ”
বিজ্ঞপ্তি , সোশ্যাল মিডিয়া অপ্রীতিকর কোনও পোস্ট করা দন্ডনিয় অপরাধ । এর থেকে বিরত থাকা প্রতেকের কর্তব্য । এই ধরনের পোস্টের ফলে সমাজের মানুষের কাছে ভুল তথ্যে পোঁছে তা বিভেদের সৃষ্টি করে ।