গরিব মানুষের যাতায়াতের লাইফলাইন রেল। ভাড়া বৃদ্ধি করে এবার তার ওপর কোপ বসালো মোদি সরকার

0

ওয়েব ডেস্ক: একদিকে দেশের অর্থনীতির ভরাডুবি। এই নিয়ে বিরোধীরা সুর চড়িয়েছেন বহুবার। তার মধ্যে মধ্যবিত্তের হাতে টাকা নেই। নোবেল প্রাপক এর গলায় জোরদার বক্তব্য। ভারতের অর্থনীতির অবস্থা যদি এমনটি হয়ে থাকে তবে হঠাৎ করে রেলের ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের অনেকটাই চিন্তার ভাঁজ ফেলবে কপালে। কারণ মানুষের লাইফ লাইনরেল। তার ওপর যখন বৃদ্ধির খাড়া নেমে আসে তখন অনেকটাই প্রভাব পড়ে। ট্রেন অনুসারে কিলোমিটার প্রতি ১ থেকে ৪ পয়সা হারে ভাড়া বাড়ছে।

তবে এই বর্ধিত ভাড়া কার্যকর নয়। শহরতলির ট্রেনের প্রভাব পড়বে মান্থলি কোয়ার্টারের  ক্ষেত্রেও। নন-এসি সাধারণ ট্রেনের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১ পয়সা করে। স্লিপার ক্লাস, ফার্স্ট ক্লাস সবেতেই বৃদ্ধির হার এক। নন-এসি মেল এক্সপ্রেস ট্রেনে সব শ্রেণিতেই ভাড়া বাড়ছে কিলোমিটার প্রতি ২ পয়সা। এসি ট্রেনের ক্ষেত্রে, এসি চেয়ার কার, টু টিয়ার, থ্রি টিয়ার, এসি ফার্স্ট ক্লাস–সবেতেই কিলোমিটার প্রতি ভাড়া বাড়ছে ৪ পয়সা।