সবগুলোকে মেরে ফেল বলতেই গুলি চালাল পুলিশ (ভিডিও)

0

মোটরসাইকেলের আগুন নিভিয়ে এসেছে খানিকটা। তবে দাউ দাউ করে জ্বলছে দু’টি গাড়ি। উল্টো দিক থেকে তখনও ইটের টুকরো এসে পড়ছে রাস্তায়। সেফটি জ্যাকেট ও হেলমেট পড়ে পরিস্থিতি সামাল দিচ্ছে পুলিশ। বিক্ষোভকারীদের হটাতে ফাটানো হচ্ছে কাঁদানে গ্যাসের সেল। তার মধ্যেই বন্দুকের ‘সেফটি ক্যাচ’ খুলে সামনের দিকে ছুটে গেলেন এক পুলিশ কর্মকর্তা।

পেছন থাকা পুলিশ সদস্যদের মধ্যে থেকে তখন উড়ে আসছে, ‘মেরে ফেল সবগুলোকে।’ এই কথা কানে যেতেই ট্রিগারে চাপ দিলেন তিনি।

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জিকা (এনআরসি) নিয়ে বিক্ষোভে মধ্যে একদিকে গুলি চালানোর কথা যখন উড়িয়ে দিচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ, ঠিক সেইসময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পুলিশের এমন রণমূর্তি ধরা পড়েছে।

শনিবার উত্তরপ্রদেশের কানপুরে বিক্ষোভ চলাকালীন ওই ভিডিওটি তোলা হয়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। এ ঘটনার জেরে যোগী আদিত্যনাথের এই রাজ্যে পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।