“যারা ভুল পথে ক্ষমতা কায়েম করে, সেই অস্তিত্ব কখনও স্থায়ী হয় না” আফগানিস্তান নিয়ে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর

0

সমাচার ডেস্ক: আফগানিস্তান দখল করেছে তালিবানরা। কাবুলে আটকে আছে একাধিক ভারতীয়। রিতিমত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক ভিডিও , একটি ভিডিও তে দেখা যাচ্ছে আফগানিস্তান থেকে পালানোর জন্য কাতারে কাতারে মানুষ জমায়েত হচ্ছে বিমান বন্দরে।

তবে এই প্রথম আফগানিস্তানের তালিবান দখল নিয়ে মুখ খুললেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তালিবানদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন,ধ্বংসাত্মক শক্তি, যারা ভুল পথে ক্ষমতা কায়েম করে, তারা সাময়িক ভাবে শাসন করতে পারে। তবে তাদের উপস্থিতি স্থায়ী নয়, কারণ তারা কোনও ভাবে মানবতাকে ধ্বংস করতে পারবে না।

শুক্রবার গুজরাটের সোমনাথ মন্দিরে প্রকল্প উদঘাটন করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফগানিস্তানে তালিবানদের শাসন নিয়ে এই প্রথমবার মুখ খোলেন। এদিন প্রধানমন্ত্রী আরও বলেন,সোমনাথ মন্দিরে বারবার হামলা হয়েছে। মূর্তি ভাঙা হয়েছে। অস্তিত্ব মুখে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু বারবারই সোমনাথ মন্দির নিজের স্বমহিমায় ফিরে এসেছে। সেটাই আমাদের উদ্বুদ্ধ করে।”