২ নাম্বারি পাইলট! “চিনের দালাল” পাকিস্তান এয়ারলাইন্সকে ইউরোপের পর, ব্যান্ড করল আমেরিকা

0

সমাচার ডেস্কঃ- আগেই ইউরোপিয়ান ইউনিয়ন পাকিস্তানি এয়ারলাইন্সকে নিষিদ্ধ করেছিল এবং তার ছয় মাসের জন্য জারি থাকবে বলে কঠোর সিদ্ধান্ত নিয়েছিল তারা।

আমেরিকা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (Pakistan International Airlines) উপর নিষেধাজ্ঞা জারি করল। এই ঘটনার পেছনে রয়েছে অনেক কারণ। যে পাকিস্তান এয়ারলাইন্স তার পাইলটদের ঘুষ দিয়ে টাকার বিনিময়ে হয়ত রিকুটমেন্ট করে। যাদের সামরিক দক্ষতা প্রায় নেই। একথা স্বীকার করে নিয়েছিল পাকিস্তান নিজেই। যা কিছুদিন আগে সংবাদমাধ্যমগুলোতে শিরোনাম হিসেবে ব্যবহৃত হয়েছে।

 

আর সেখানে আমেরিকা ও ইউরোপের দেশগুলো আমেরিকার ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন জানায় যে, আমরা পাকিস্তানি ইন্টারন্যশানাল এয়ারলাইন্সের (PIA) অনুমতির সাথে যুক্ত সিদ্ধান্ত বদলে দিয়েছি।

 

আর এই সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তান ইন্টারন্যশানাল এয়ারলাইন্স আগে আমেরিকায় চার্টার বিমান উড়াতে পারত। কিন্তু এখন আর পারবে না। এই নিষেধাজ্ঞা জারি হওয়ার সাথে সাথে পাকিস্তান ও স্বীকার করে নিয়েছে আমেরিকার নিষেধাজ্ঞার খবর।