‘ধর্মনিরপেক্ষ ভারতের ছবি’এক ফ্রেমে দোয়া আর প্রার্থনা,লতার শেষকৃত্যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

0

সমাচার ডেস্ক: গতকাল (রবিবার) বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকরের (৯২ বছর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভারতরত্ন গায়িকাকে মুম্বাইতে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সাথে দাহ করা হয়েছে। বিশিষ্ট রাজনৈতিক এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা শেষকৃত্যের স্থানে কিংবদন্তি গায়িকাকে শ্রদ্ধা জানিয়ে ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান । সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিওতে লতা মঙ্গেশকরকে শেষ সালাম দিতে দেখা যায় শাহরুখ খানকে।

লতা মঙ্গেশকরের শেষকৃত্যের ছবি এবং ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে, যেখানে শাহরুখ এবং তার ম্যানেজার পূজা দাদলানিকে লতা মঙ্গেশকরের শেষকৃত্যের সময় শিবাজি পার্কে দেখা গিয়েছিল। বেশ কিছু ভাইরাল ছবিতে খানকে প্রার্থনায় হাত তুলতে দেখা যাচ্ছে, যখন তাঁর ম্যানেজার পূজা হাত গুটিয়ে তার পাশে দাঁড়িয়ে আছেন।

শাহরুখ খান লতা মঙ্গেশকর কে পুষ্পস্তবক অর্পণ করেন, তার পা স্পর্শ করেন এবং মৃতের জন্য প্রার্থনা করেন। ভক্তরা সুপারস্টারের অঙ্গভঙ্গি দেখে মুগ্ধ হয়েছেন এবং মুহূর্তটিকে ‘ধর্মনিরপেক্ষ ভারতের ছবি’ বলে বর্ণনা করেছেন।করোনাভাইরাস ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৮ জানুয়ারি তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। এদিনের শেষকৃত্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসেছিলেন। শেষকৃত্যের সময় তাকে তোপের সালাম দেওয়া হয়। লতা মঙ্গেশকরের স্মরণে দুই দিনের জাতীয় শোক পালন করা হবে।

 

View this post on Instagram

 

A post shared by king khan (@srk._ife78)