ওয়েব ডেস্ক: দেশ জুড়ে নাগরিকত্ব নিয়ে উত্তপ্ত। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের ৫ জেলায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। অন্যদিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ভোটার কার্ড আর পাসপোর্টকে মান্যতা দিলেন মুম্বাইয়ের নিম্ন আদালত।
২০১৭ সালে দুই ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ । মহম্মদ মোল্লা (৫৭) ও সইফুল (২৩)। পুলিশের প্রাথমিক অনুমান তার বাংলাদেশি হিসেবে আদলে অভিযোগ কর মুম্বাই পুলিশ। পাশাপাশি দাবি করেন ওই দুই অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি ভাষায় কথা বলেন এমনকি তাদের কাছে ভারতীয় নাগরিক এমন কোন নথি দেখাতে পারেনি ।
কিন্তু আদালতে ভোটের কার্ড ও পাসপোর্ট কার্ড জমা দেয়।এরপরই আদালত জানিয়েছে যে এসব ভোটের কার্ড ও পাসপোর্ট কার্ড নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট।কারন ভোটার কার্ড ভোটদানের অধিকার দেয় তাই দেশের নাগরিক হিসেবে যথেষ্ট প্রমাণ।