সমাচার ডেস্ক: রাম মন্দির যা এক ভারতীয় ইতিহাসে ঐতিহাসিক দিনের সাক্ষী হয়ে থাকবে। যাকে ঘিরে আইনের দরজা থেকে আরম্ভ করে মানুষের প্রতিটি চৌকাট ঘুরে এসেছে প্রতিবাদ কখনো বা ধর্মীয় ভাবাবেগের সুর। শেষ পর্যন্ত জয় হয়েছে সত্যের।
সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মাণ ভারতীয় সভ্যতার ইতিহাসে এক মাইলস্টোন।যার অংশ হতে চায় রাম মন্দির নির্মানের
আমেরিকান সংস্থা জয়পুর ফুট ইউএসএর প্রেসিডেন্ট তথা মার্কিন কমিউনিটি অ্যাক্টিভিস্ট প্রেমের ভান্ডারী জানিয়েছেন, তার এই প্রতিভা ও আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে তিনি জানিয়েছেন ‘বিশ্বে প্রায় ৩.২ কোটি অনাবাসি ভারতীয় (NRI) এবং ভারতীয় বংশোদ্ভূত (PRI) রয়েছেন, যারা এই রাম মন্দির নির্মানের অংশ হতে চায়।
প্রধানমন্ত্রী মোদীর কাছে তিনি আবেদন জানিয়েছেন, যাতে অনাবাসি ভারতীয়দের এই মন্দির নির্মানে ১০ থেকে ১০০ ডলারের মধ্যে দান গ্রহণ করা হয়।
তাঁদের এই দান যাতে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে পৌঁছে দেওয়া হয়।” তাদের এই ছোট্ট একটু অনুদান জন্য বৃহৎ এক সাম্রাজ্যের প্রতিষ্ঠা করবে ভারতে। যার সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত থাকবে ভারতের সভ্যতা সংস্কৃতির এক অসীম যাত্রা।