বিনোদন ডেস্ক: সাইনা ভারতের একমাত্র ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি ওয়ার্ল্ড র্যাংকিংয়ে এক নম্বর স্থান দখল করেন । ২০১২ সালে অলিম্পিকে সাইনার ব্রোঞ্জ জয় করেন।২০১০ ও ২০১৮ সালে ব্যাডমিন্টন এককে কমনওয়েলথ গেমসে সোনা জয় করেন।
এবার তার বায়োপিকে দেখা যাবে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। কিছু দিন পর থেকেই ছবির শুটিংয় শুরু হবে ।তার আগেই ঘটে গেলো বিপত্তি।ঘাড়ে চোট পেয়েছেন পরিণীতি চোপড়া।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন পরিণীতি। ক্যাপশনে লিখেছেন, আমি এবং সাইনা সিনেমার পুরো টিম খুব সতর্ক ছিলাম, যেন আমি ইনজুরিতে না পড়ি, কিন্তু এটাই হলো। আবার ব্যাডমিন্টন খেলা শুরুর আগে যত সম্ভব বিশ্রাম নিতে হবে।
যদিও এই ছবিতে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নাম শোনা যাচ্ছিল। এমনকি সিনেমার জন্য ব্যাডমিন্টন প্রশিক্ষণও নিয়েছেন শ্রদ্ধা। গত বছর নভেম্বরে সিনেমাতে শ্রদ্ধার লুকও প্রকাশ করেন নির্মাতারা। এছাড়া সিনেমাটির শুটিংও শুরু করেন এই অভিনেত্রী। হঠাৎ ডেংগু আক্রান্ত হওয়ায় শুটিং বন্ধ করে দেয়। সময়ে শিডিউল নিয়ে সমস্যা হওয়ায় এটি থেকে সরে দাঁড়ান শ্রদ্ধা ।