সমাচার ডেস্কঃ- সুশান্ত সিং রাজপুতকে বয়কট ও অপমান , পুরোনো ইতিহাস কে টেনে দীপিকার ওপর তোপ দাগালেন কঙ্গনা রানাউত । পাকিস্তানি এজেন্ডার জড়িত দীপিকা , ৫ কোটি টাকার জন্য JNU প্রতিবাদ মিছিলে সামিল ।
কঙ্গনা বললেন , “দীপিকা পাড়ুকোন তো পাকিস্তানি এজেন্টদের সঙ্গে জেনএনইউ প্রতিবাদের পরিকল্পনা করেছে । এদিকে সুশান্ত মৃত্যু পর তাকে বয়কটের দাবি করছেন । কঙ্গনার টিম , দীপিকার একটি ছবিতে টুইটা করেছেন , যা ইতিমধ্যেই ভাইরাল । ছবিটিতে বলিউড তারকাদের সঙ্গে পাকিস্তানি এজেন্ট দারিয়ে রয়েছেন । ছবিতে তাদেরই সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন দীপিকা ।
This is a picture and article from Deepika Ranveer wedding, they called Pakistani agent and conspired JNU protest but boycotted only two top stars one is killed other one fighting for her survival #justiceforshushantsinghrajput #Deepika pic.twitter.com/Xo0OcZIfqq
— Team Kangana Ranaut (@KanganaTeam) July 29, 2020
উল্লেখ্য , এই ছবিটি রণবীর ও দীপিকার বিয়ের রিসেপশনের । যেখানে পাকিস্তান এজেন্ট আমন্ত্রিত ছিলেন । সেই ছবি শেয়ার করে তোপ দাগালেন কঙ্গনা । নিজের বিয়ের রিসেপশন বলিউড তারকা বাদ দিয়ে এক পাকিস্তানি এজেন্টকে খুশি করতে ব্যাস্ত দীপিকা ।
প্রসঙ্গত , জানুয়ারি মাসে দীপিকা পাড়ুকোন ৫ কোটি টাকার জন্য JNU-তে সামিল হন । যার জেরে বড়সড় বিতর্কের মুখে পড়েছিলেন দীপিকা পাড়ুকোন । সে সময়ে NRC নিয়ে দিল্লির JNU চত্বর প্রতিবাদে উত্তাল । বিতর্কের রেশে বক্স অফিসে ভাল ব্যবসাও করতে পারেনি । তাই লোভনীয় প্রস্তাব অস্বীকার করেননি। এই বিষয় সামনে আসতেই দীপিকার উপরে বিতর্ক আগুন লেগে যায় । এই আগুনকে ফের জীবিত করে দিলেন কঙ্গনা রানাউত।