সমাচার ডেস্ক: দীর্ঘ আট মাস এর গানের লড়াই শেষ হয়েছে ১৫ আগস্টের মধ্যরাতে। তবে সবার মনে আশা ছিল যে ঘরের মেয়ে জয়ী হয়ে আসুক। কিন্তু রবিবার রাতে মন ভাঙল বাঙালি দর্শকদের থেকে শুরু করে অরুণিতার ভক্তদের।সকলকে পিছনে ফেলে চ্যাম্পিয়নের ট্রফি উঠল পবনদীপ রাজনের হাতে। তবে স্টেজে অরুণিতা যতই হাসি মুখে দেখা গেলেও ঘরের মেয়ের জন্য মন কেমন করছে বাংলার মানুষের।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক দাবি উঠেছে যে অরুণিতার ১০ শতাংশও যোগ্য নন এই ছেলেটি। অনেকে আবার বলেছেন এই ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে মেয়েদের জয় আর কোনওদিনই হবে না শুধু ছেলেরাই জিতবে। অনেকেই আজ সোশ্যাল মিডিয়ায় অরুণিমার জন্য আওয়াজ তুলেছেন । তাদের কাছে এখনও বিজেতা হচ্ছে অরুণিতাই।
তবে চলতি সপ্তাহে এক সাক্ষাৎকারে অনুরিতা জানিয়েছিলেন আমার মতে যারা ফাইনালে উঠেছে সবাই বিজেতা। আমরা দর্শকদের মন জয় করে নিয়েছি।সব থেকে বড় কথা হচ্ছে আমারা অনেক কিছু শিখেছি । অনেকেই বলছে আমার আমার আওয়াজ প্লেব্যাকের জন্য এক্কেবারে তৈরি।এর থেকে আর ভালো পুরুস্কার কি হতে পারে।এখন ট্রফি তুলে দেওয়াটা এখন শুধুই একটা ফরমালিটি।
#IndianIdolGreatestFinaleEver After Watching Indian idol season 12 Result I realized That There is Always run a political game inside . #Arunitakanjilal Deserve The Trophy .
— SHUBHAJIT (@ShubhaLoveUAll) August 15, 2021
Grand finale
🚴#RETWEEET
🔊#comment#ArunitaKanjilal #Arunita #Pawandeeprajan #Nehakakkar #IndianIdol #Indianidol12 #IndianIdol2021 pic.twitter.com/xAmPlAPw9r— Arunita kanjilal (@arunitaa12) August 15, 2021