@owurakuwaa : গর্ত ভেবে ইলেকট্রিক বোর্ডে মথা ঢুকিয়ে বিড়ালের পরিনতি!

0

গর্ত ইঁদুর আছে ভেবে অজান্তে ইলেকট্রিক বোর্ডে মাথা ঢুকিয়ে সঙ্গে সঙ্গে কারেন্ট খেয়ে কী দশা দেখুন বেড়ালের। মুখ-মাথার সমস্ত লোম খাড়া!অনলাইনে প্রথম ছবিটি দেখা গিয়েছিল গত মে মাসে। সঙ্গে সঙ্গে সোশ্যালে ভাইরাল হয় সেই ছবি। গত মঙ্গলবার আবার সেই ছবি @owurakuwaa টুইটারে শেয়ার করলে ফের ভাইরাল হয় ছবি। ছবিটি টুইটারে সামনে আসতেই ১৩ হাজার লাইক পেয়েছে নেটিজেনদের । বেড়ালের দশা দেখে হাসি চাপতে পারছেন না নেটিজেনরা।