শুধু এক টুকরো কাপড়ের জন্য আমাদের পড়াশোনা বন্ধ করা হচ্ছে বললেন মুসকান,পাচ্ছেন ৫ লক্ষ্য টাকার পুরস্কার

0

সমাচার ডেস্ক: সোশ্যাল মিডিয়া জুড়ে বেশকিছু ভিডিও ভাইরাল হচ্ছে তাঁর একটি ভিডিও দেখা যাচ্ছে কর্ণাটকের মান্ডা প্রি-ইউনিভার্সিটি
কলেজে হিজাব পরিহিত ছাত্রী কলেজে প্রবেশ করছে সেই সময় কাঁধে গৈরিক উত্তরীয় পরিহিত
একদল যুবক তাকে দেখে ”জয় শ্রী রাম” বলে চিৎকার করছে।ওই মেয়েটির নাম মুসকান। ইতিমধ্যেই সংবাদ সংস্থার কাছে মুখ খুলেছেন তিনি।

মুসকান বলেন, এক টুকরো কাপড়ের জন্য মেয়েদের লেখাপড়া নষ্ট হচ্ছে।যখন যুবকদের দল “জয় শ্রী রাম” বলে চিৎকার করে ছাত্রের দিকে অগ্রসর হয়,তখন চিৎকার করে তিনি, “আল্লাহ হু আকবর!” বলে চিৎকার করে ক্লাসের দিকে এগিয়ে যায়।তার পেছনে একদল ছেলেকে যেতে দেখা যায়।এসময় কলেজের কর্মচারীরা ছেলেদের থামিয়ে মেয়েটিকে সঙ্গে নিয়ে যেতে দেখা যায়।

এনডিটিভির সাথে কথা বলার সময়, মুসকান বলেন, “আমি মোটেও চিন্তিত ছিলাম না। আসলে এটা ঘটেছিল যে আমি আমার অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়েছিলাম, তাই আমি কলেজে ঢুকলাম, কিন্তু তারা আমাকে কলেজে ঢুকতে দিচ্ছে না। কারণ আমি বোরকা পরা ছিলাম।

যাইহোক, কোনরকমে আমি ভিতরে এলাম, তার পরে সে আমার সামনে জয় শ্রী রাম বলে চিৎকার করতে লাগল। এর পর আমি আল্লাহ হু আকবর বলে চিৎকার করতে লাগলাম। ভিড়ের মধ্যে মাত্র ১০ শতাংশ ছেলে ছিল কলেজের আর বাকিরা বাইরে থেকে। স্কুলের অধ্যক্ষ এবং শিক্ষকরা আমাকে সমর্থন করেছিলেন এবং ভিড় থেকে রক্ষা করেছিলেন।”

এমনকি অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ছাত্রীটির প্রশংসা করেছেন। এবং তাঁকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন জমিয়ত উলেমা-ই-হিন্দ।