সমাচার ডেস্ক: সোমবার রাতে লাদাখে ভারতীয় ও চিনা সেনার মধ্যে সংঘর্ষে এক ভারতীয় কর্নেল ও ১৯ জওয়ানও প্রাণ হারিয়েছেন। ১৮ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল সন্তোষ বাবু শহীদ হয়েছে।কর্নেল সন্তোষ ভারতের সীমান্তের সুরক্ষায় ১৮ মাস লাদাখে পোস্ট ছিলেন। শহীদ সন্তোষ বাবু ছিলেন তেলেঙ্গানার সূর্যাপেটের বাসিন্দা।তার এক স্ত্রী, এক ছেলে ও এক কন্যা রয়েছেন।
কর্নেল সন্তোষের মা মঞ্জুলা দেবী বলেন, মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে ছেলের শহীদ হওয়ার খবর দেওয়া হয়েছে।মঞ্জুলা দেবী সংবাদমাধ্যমকে জানিয়েছেন,‘দেশের জন্য কুরবান হয়েছে আমাদের ছেলে , আমি গর্ব বোধ করি। তবে মা হয়ে দুঃখ প্রকাশ করেছেন মঞ্জুলা দেবী।এক মাত্র ছেলে ছিল কর্নেল সন্তোষ বাবু।
প্রসঙ্গত,ভারতের সঙ্গে সংঘাতে চিনের ৪৩ সেনা খতম হয়েছে।এই পর্যন্ত ২০ জন ভারতীয় সেনা শহীদ হয়েছে।গত ৪৫ বছরে যা হয়নি তা সোমবার রাতেই হয়ে গিয়েছে।