শত বছর পার করে কীভাবে দীর্ঘায়ুর জীবন পেয়েছেন সেই রহস্যের কথা জানলে লুইস সিগনোরে নামে এই নারী। তিনি যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ব্রোনক্স শহরের বাসিন্দা । ১০৭ তম জন্মদিনের কেক কাটার সময় তিনি জানান, বিয়ে না করাই এত বছর বেঁচে আছেন তিনি। এটাই আমার দীর্ঘায়ু পাওয়ার রহস্য। সিগনোরে বলেন, “আমি এখনও তরুণদের মতো শরীরচর্চা করি, তাদের মতো নাচি। খাবারে পর বিঙ্গো খেলতেও বসে যাই।”