ওলি পাগল,নিজেই নেপালি নন, এক মাসের মধ্যে গদিচ্যুত হবে , ভগবান রামকে নেপালি বলায় তোপ অযোধ্যার পুরোহিতদের

0

সমাচার ডেস্ক: ভগবান রাম আসলে নেপালে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান রামের জন্মস্থান বলে অযোধ্যাকে বিশ্বাস করেন তা আসলে কাঠমাণ্ডুর কাছে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। সোমবার এমনটাই জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।এই মন্তব্যের পর ওলিকে পাগল বলে তুলোধোনা করে করে ভবিষ্যতবাণী করে বলেছেন , এক মাসের মধ্যে পড়ে যাবে নেপালের ওলি সরকার।

রাম মন্দির ট্রাস্টের সদস্য মহন্ত দীনেন্দ্র দাস বলেছেন, অযোধ্যায় সরযূ নদীর কাছে জন্ম নিয়েছিলেম ভগবান রাম। তবে এটা ঠিক যে সীতাজি নেপালের ছিলেন। কিন্তু ভগবান রাম নেপালি ছিলেন না।

তবে ওলির এই ধরনের মন্তব্যে ট্রাস্টের প্রধান রাম দাস মহারাজের ধারণা এর পিছনে বিদেশি শক্তি রয়েছে। এমনকি ওলি এক মাসের মধ্যে গদিচ্যুত হবে এমনটা ভবিষ্যদ্বাণী করেছেন।

রাম জন্মভূমি অযোধ্যার পুরোহিত মহন্ত পরমহংস আচার্য ওলির প্রতি আক্রমণ তিনি বলেন , নেপালের প্রধানমন্ত্রী ওলি নিজেই নেপালি নন। এই জন্য সে দেশের সংস্কৃতির কথা জানেন না।তিনি পাগল হয়ে গিয়েছেন।