চিনিকে না নয়, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে সংস্কৃতি ভাষা চাঞ্চল্যকর দাবি বিজেপি সাংসদের

0

ওয়েব ডেস্ক: ডায়াবেটিস ? চিনি খাওয়া বন্ধ? আর চিনিকে না নয় প্রতিদিন সংস্কৃতি ভাষায় কথা বললে নিয়ন্ত্রণ হবে আপনার ডায়াবেটিসের মতো রোগ গুলি। বৃহস্পতিবার বিজেপির সাংসদ গণেশ সিং জানিয়েছে , একটি প্রতিষ্ঠানের করা গবেষণা অনুসারে প্রতিদিন সংস্কৃত ভাষায় কথা বললে স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বেড়ে যায়। এর ফলে খুব সহজেই আপনার ডায়াবেটিস হৃদরোগ কোলেস্টেরলের মতো রোগ থেকে রক্ষা মিলবে।

তিনি আরও বলেন, NASA এক গবেষণায় জানিয়েছে কম্পিউটারের প্রোগ্রামিং যদি সংস্কৃত ভাষায় করা হয় তবে তা ত্রুটিমুক্ত হবে। এমনকি বিজেপি সাংসদ আরও জানিয়েছেন ইসলামিক ভাষা সহ বিশ্বের প্রায় ৯৭ শতাংশেরও বেশি ভাষা সংস্কৃতের উপর ভিত্তি করেই নির্মিত হয়েছে।