সা’প কিংবা বা’দুর নয়, চিনের গো’পন জী’বাণু অ’স্ত্র থেকে ছড়িয়ে করোনা ভাইরাস

0

বিশ্বজুড়ে মহামারীর আকার ধারণ করেছে চীনের প্রাণঘাতী করোনা ভাইরাস। দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের । চিনের উহান প্রদেশ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পরেছে এই ভাইরাস । কীভাবে ছড়ালো এই ভাইরাস ? অনেকে বলছেন, ভাই’রাসটি এসেছে সা’প কিংবা বা’দুড় থেকে। তবে এবার নতুন এক দাবি তুলেছেন ইসরায়েলের সামরিক গো’য়ে’ন্দা বিভাগের সাবেক কর্মকর্তা ও জী’বাণু অ’স্ত্র বিশারদ ড্যানি শোহাম।

চীনের গো’পন অ’স্ত্র গবেষণাগার থেকেই র’হ’স্যময় করোনা ভাই’রাস ছড়িয়েছে বলে দাবি করেছেন এই ইসরায়েলি জী’বাণু অ’স্ত্র বিশারদ। রবিবার (২৬ জানুয়ারি) দ্য ওয়াশিংটন টাইমসকে তিনি জানিয়েছেন, উহানে চীনের গো’পন জী’বাণু অ’স্ত্র গবেষণা কার্যক্রমের ল্যাবরেটরি রয়েছে। সেখান থেকেই করোনা ভাই’রাস প্রথম ছড়িয়ে থাকতে পারে। ইসরায়েলের সেনাবাহিনীর কর্তা ড্যানি শোহাম বলেন , উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির আ’ড়ালেই জী’বাণু অস্ত্র’ নিয়ে গবেষণা চালাচ্ছে চীন। অবশ্য জী’বাণু অ’স্ত্র নিয়ে গো’পনে গবেষণা চালানোর ব্যাপারটি চীন বরাবরই অস্বীকার করে আসছে।

গতকালের রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী ৭ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। বিশ্বজুড়ে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৫৫০। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৮৮১ জন।বিশ্বের ১৬২টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে