নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি দিলেই মিলবে ১ লক্ষ্য টাকা! সেই টাকা দিয়ে মেয়ের বিয়ে দিবেন পবন

0

ওয়েব ডেস্ক: বহু লড়াইয়ের পর শেষ পর্যন্ত নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি আগামী ২২ জানুয়ারি সকাল ৭টা নাগাদ।ধর্ষকদের ফাঁসি দিবেন ফাঁসুড়ে পবন।দোষীদের চরম শাস্তি দিতে পারবেন তাই খুব খুশি পবন। তিনি বলেন, এই কাজের যে অর্থ পাব তা দিয়ে ছোট মেয়ের বিয়ে দিত পারব।

তিনি আরও বলেন, জানতে পেরেছি যে প্রতি একজনের ফাঁসি দেওয়ার পিছনে ২৫ হাজার টাকা করে দেওয়া হয় । তাই সব মিলিয়ে ১ লক্ষ্য টাকা ।যা দিয়ে আমার মেয়ের বিয়ে দেওয়া যাবে। এমনকি পরও ধার দেনাও মেটানো সম্ভব। পবন জল্লাদের পাঁচটি মেয়ে ।তার মধ্যে চারজনের বিয়ে দিয়ে দিয়েছেন পবন।এখন রয়েছে শুধু ছোট মেয়ে।যা খুব সহজেই বিয়ে দিতে পারবেন পবন।

৫৬ বছরের মিরাটের বাসিন্দা পবন , তিনি সাইকেল চালিয়ে লোকের বাড়ি বাড়ি কাপড় পৌঁছে দেওয়ার কাজ করেন। যদিও পবনকে জল্লাদ হিসেবে কেউই চেনেনা।গত তিন বছর আগে নিঠারি হত্যাকাণ্ডের দোষী সুরেন্দ্র কোলিকে ফাঁসি দেওয়ার জন্য ডাক পেয়েছিলেন পবন। কিন্তু শেষ পর্যন্ত ফাঁসি বাতিল হয়ে যায়৷