ফের করোনা সংক্রমণের জেরে স্কুল বন্ধের ঘোষণা নিউইয়র্কে !

0

সমাচার ডেস্কঃ- করোনা সংক্রমণের জেরে ফের স্কুল বন্ধের নির্দেশিকা জারি করল নিউইয়র্ক । করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর জের মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আবারও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে । বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য এ নির্দেশকা জারি থাকবে ‌। বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্ক সিটি স্কুলের চ্যান্সেলর রিচার্ড কারানজা স্বাক্ষরিত এক চিঠিতে নির্দেশ জারি হয় ,

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শহরের সব স্কুল বন্ধ থাকবে এবং অচিরেই অনলাইনের মাধ্যমে পাঠদান কর্মসূচি শুরু করা হবে।’

প্রশঙ্গত, নিউইয়র্কে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এই বছরের মার্চ মাসে সব স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ । এই নিষেধাজ্ঞা ফের দুই মাস আগে তুলে নেয়া কর্তিপক্ষ । যা করোনা সংক্রমণের মাত্রা বাড়তে থাকায় নতুন করে আবারও স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তিপক্ষ । 

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লেসিও বলেন, ‘এই সিদ্ধান্ত নিয়ে কেউ খুশি নন। আমরা আসলেই এর জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি।’ আরো বলেন ‘আমি অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিশুদের প্রতি জোর দিয়ে বলতে চাই যে, খুব শিগগিরই আমরা ফিরে আসব।’ 

নিউইয়র্ক টাইমস এর রিপোর্ট অনুসারে  নিউইয়র্ক শহরে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষ মারা গেছে । যুক্তরাষ্ট্রে প্রায় এক কোটি ১৯ লাখ আক্রান্ত ও দুই লাখ ৫৬ হাজার মানুষ মারা গেছে। বিশ্বব্যাপী বেড়েই চলেছে করোনাভাইরাস আক্রান্ত ও মৃতের সংখ্যা । প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত পাঁচ কোটি ৬৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ১৩ লাখ ৫৩ হাজারের মানুষের ।