নতুন নোটিশ নবান্নের! সরস্বতী পূজার ছুটি নিয়ে ধোঁয়াশা বন্ধ হল

0

ওয়েব ডেস্ক: নতুন অর্ডার ঘিরে আবার শুরু হয়েছে জল্পনা তবে এবার জল্পনার অবসান ঘটানোর স্বয়ং নবান্ন সরস্বতী পূজার ছুটি এবার সমস্ত দপ্তরে এমনই প্রকাশ বিজ্ঞপ্তিতে। সেই ক্যালেন্ডারে সরস্বতী পুজোর জন্য ছুটি দেওয়া রয়েছে ৩০ ও ৩১ জানুয়ারি।

৩০ জানুয়ারির ছুটি এনআই অ্যাক্টে এবং ৩১ জানুয়ারির ছুটি দেওয়া হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে। এর ফলে সরকারি কর্মীরা টানা চারদিন (শনি ও রবি ধরে) ছুটি উপভোগ করতে পারবেন।

সরস্বতী পুজোয় আগেই ৩০ ও ৩১ জানুয়ারি ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার ২৯ জানুয়ারিও ছুটি ঘোষণা করল নবান্ন।

কিন্তু টানা চারদিনের ছুটি মিললেও মূল পুজোর দিনই ছুটি ছিল না। এখন তিনদিনের ছুটি মিলিয়ে ও শনি-রবি ধরে টানা পাঁচ দিনের ছুটি হয়ে গেল সরকারি কর্মচারীদের।