ভারতের নুন খেয়ে বেইমানিঃ চীনের চাটুকারিতার ফল ভুগতে হচ্ছে নেপালের প্রধানমন্ত্রী ওলিকে “প্রচন্ড” চাপে সোমবার ইস্তফা!

0

সমাচার ডেস্ক: যে ভারতের নুন খেয়েছে সেই ভারতের সাথে বেঈমানি করছে নেপাল। সাধারণ মানুষের মধ্যে এমনই ক্ষোভ জন্মেছে। বর্তমানে মানুষ জানতে চাইছে নেপাল কি কারণে চিনির সাথে হাত মিলিয়ে ভারতের সাথে শত্রুতা বাড়িয়েছে? যার জন্য প্রধান দায়ী সেখানকার প্রধানমন্ত্রী।

কাঠমান্ডু পোস্ট সংবাদ অনুযায়ী, ওলি দলের বড় নেতাদের সাথে সাক্ষাৎ করে সমর্থন চেয়েছেন। অনেক নেতার বাড়ি আর অফিস পর্যন্তও গেছেন তিনি। কিন্তু তার ওপর ক্ষুব্ধ দলের প্রায় 33 জন নেতা। দলের কার্যকারী সভাপতি প্রচণ্ডের সাথে ওলি নিজের আবাসে তিনঘণ্টা বৈঠক করেন। প্রাপ্ত সুত্র অনুযায়ী, এই বৈঠকের পরেও কোন সুরাহা হয়নি।

ভারতের সাথে নেপালের একটা সুসম্পর্ক রয়েছিল। বহুদিন ধরে বাণিজ্য ক্ষেত্রেও ভারত নানাভাবে নেপাল কে সাহায্য করে আসছিল। কিন্তু সাম্রাজ্যবাদী একনায়কতন্ত্র হাত কেন ধরতে গেল নেপাল? তার প্রশ্ন করছেন নেপালের সাধারণ মানুষ।

উল্লেখ্য, ভারত বিরোধিতা করে বিপাকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদ বিপাকে আছে। নেপালি প্রধানমন্ত্রীর পদ খোয়ানো প্রায় নিশ্চিত। ক্ষমতায় থাকা নেপালের কমিউনিস্ট পার্টির স্থাই সমিতির ৪০ জনের মধ্যে ৩৩ জন নেতাই প্রধানমন্ত্রী ওলির ইস্তফা চাইছেন।