চীনের দাদাগিরি বন্ধ করতে ,অজিত দোভাল ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে নরেন্দ্র মোদী

0

সমাচার ডেস্ক: দিন দিন উত্তাপ বাড়ছে ভারত-চিন সীমান্তে। চিনা আগ্রাসনে ক্রমশ বেড়েই চলেছে উত্তেজনা । সেই সঙ্গে সজাগ সতর্ক রয়েছে কেন্দ্রীয় সরকার।এই উত্তেজনা পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এমনকি বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন নরেন্দ্র মোদী।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করেছেন । চিনের গতিবিধির ওপর নজর খালার জন্য এবং সব ধরনের পরিস্থিতির সঙ্গে মোকাবিলার জন্য আলোচনা হয়েছে বলে এমনটাই সূত্রের খবর।

উল্লেখ্য,হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে অনুযায়ী লাডাখ সীমান্তে ৫০০০ সৈন্য পাঠিয়েছে চিন।প্রত্যুত্তরে ভারতেও সেনা বাড়াচ্ছে।এলএসি তে একেবারে সামনা সামনি ভারত-চিন সেনা।প্যাঙ্গোঙ্গ লেকের কাছে প্যাট্রোল বাহিনীদের সংঘর্ষের মধ্যে দিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয় তা এখন দিন দিন বেড়েই চলেছে উত্তেজনা।

আপনাদের জানিয়ে রাখি , লাদাখে চিনের এভাবে আগ্রাসন ইস্যুতে পরোক্ষে মোদী সরকারের উপর চাপ সৃষ্টি করছে বিরোধীরাও। এমনকি মঙ্গলবার রাহুল গান্ধী বলেছেন , সেখানে এখন পরিস্থিতি কেমন রয়েছে দেশের জনগণকে জানানো উচিত মোদী সরকারের। স্বচ্ছতা বজায় রাখা উচিত কেন্দের।