রাজ‍্যের একাধিক হটস্পট সিল করা হচ্ছে

0

রাজীব ঘোষ:- সারা দেশজুড়ে লকডাউনের সময়সীমা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে অনেক মুখ‍্যমন্ত্রী লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।তবে রাজ‍্যের বেশ কিছু জায়গা করোনার হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে।সেই সব জায়গাকে সিল করে দেওয়া হচ্ছে।তার সঙ্গে আরো কিছু এলাকা সিল করে দেওয়া হবে।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সব এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে বেরনো কঠোরভাবে নিষিদ্ধ।চিকিৎসা পরিষেবা ছাড়া সমস্ত পরিষেবা বন্ধ থাকবে।সমস্ত দোকান, বাজার বন্ধ থাকবে । নিত‍্যপ্রয়োজনীয় সামগ্রীর দরকার হলে পুলিশ, প্রশাসন ও স্থানীয় পুরসভার পক্ষ থেকে সাহায্য করা হবে।ইতিমধ্যে উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গাকে হটস্পট চিহ্নিত করে সিল করে দেওয়া হয়েছে।

 

বাংলার প্রায় ১০ টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে।এই জায়গাগুলি থেকে কেউ বেরোতে পারবেন না, কেউ ঢুকতে পারবে না।যদি কেউ করোনা রোগীর সংস্পর্শে এসে থাকে, তাহলে তাদের স্ক্রিনিং করানো হবে।স্বাস্থ্যকর্মীরা প্রত‍্যেকের বাড়িতে যাবে।ওষুধ, দুধ এবং রেশনের জন্য ছাড় নেই।সব দোকান, বাজার বন্ধ থাকবে।এই অঞ্চলগুলি অন‍্যান‍্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, যাতে সংক্রমণগুলি এই অঞ্চলগুলির বাইরে না যায়।ব‍্যারিকেড বসিয়ে এলাকা অঞ্চল ঘিরে ফেলা হবে।পুলিশি নজরদারি বাড়ানো হবে।