মমতার বিরুদ্ধে একাধিক অভিযোগ দিলীপ, মুকুলদের,দ্বারস্থ রাজ‍্যপালের

0

রাজীব ঘোষঃ- মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনায় মৃতের সংখ্যা কমিয়ে বলছেন।আক্রান্তের সংখ্যাও তিনি চাপছেন।এই মন্তব্য করেন বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ।এদিন রাজ‍্য বিজেপির পক্ষ থেকে মুকুল রায়,দিলীপ ঘোষ,রাহুল সিনহারা একজোট হয়ে রাজ‍্যপাল জগদীপ ধানকরের সঙ্গে দেখা করে মুখ‍্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন।

রাজ‍্যপালের হাতে এদিন দাবিপত্র তুলে দেন তারা।তাদের অভিযোগ, মুখ‍্যমন্ত্রী তথ্য গোপন করছেন।করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে তথ্য গোপন অবিলম্বে বন্ধ করতে হবে।মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তোলেন বিজেপি নেতারা।দিলীপ ঘোষ,মুকুল রায়দের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় করোনায় মৃত্যুর ঘটনাকে নিউমোনিয়া বা ডায়াবেটিস বলে চালানোর চেষ্টা করছেন।

আসলে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আরো বেশি।রাজ‍্যের কোথায় কোয়ারান্টাইন সেন্টার হয়েছে তার কোনো তথ্য নেই।করোনা মোকাবিলার ক্ষেত্রেও রাজনৈতিক রং লাগাচ্ছেন মুখ‍্যমন্ত্রী।তাই ত্রাণ বিলি করতে গিয়ে বিজেপি নেতারা সমস্যায় পড়ছেন।করোনায় লকডাউনের মধ‍্যেও মমতার বিরুদ্ধে অভিযোগ এনে রাজ‍্যপালের দ্বারস্থ হলেন বিজেপি নেতারা।