চীনের প্রাণঘাতী করোনাভাইরাসে মুকেশ আম্বানির ক্ষতিই ৫৯০ কোটি ডলার!

0

সমাচার ডেস্ক: চীনের প্রাণঘাতী করোনাভাইরাসে আতঙ্কের শিকার এবার ধণী শিল্পপতিরাও। মহামারী করোনা ভাইরাসের কারণেই পতন দেখা দিচ্ছে বাজারে। সেই আঁচ লেগেছে ভারতের শিল্পপতিদের উপরও। সাম্প্রতিক Bloomberg একটি রিপোর্টে অনুযায়ী গত দু সপ্তাহে ক্ষতির মুখ দেখেছেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি।

সেই রিপোর্ট অনুযায়ী নতুন বছরের ২ মাসের মধ্যেই ৫৯০ কোটি ডলারের ক্ষতি হয়েছে মুকেশ আম্বানির। শুধু তাই নয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারেও ১১% পতন দেখা গেছে। বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ নেমে এসেছে প্রায় ৫৩ হাজার কোটি ডলারে।বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান যে করোনা ভাইরাসের জন্য এই ক্ষতি।

শুধু মুকেশ আম্বানির রিলায়েন্স নয় ক্ষতির শিকার উপ্রোর র প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি। প্রায় ৮৬ কোটি ডলারের ক্ষতি হয়েছে।কোটাক মাহিন্দ্রার উদয় কোটাকের ক্ষতি হয়েছে প্রায় সাড়ে ১২ কোটি ডলার।আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার প্রায় ৮৯ কোটি।