ফেসবুকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতেই ফের এশিয়ার ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি

0

সমাচার ডেস্ক: ফেসবুকের সঙ্গে রিলায়েন্স জিও’র চুক্তির পরই এশিয়ার ধনীতম ব্যাক্তি হলেন মুকেশ আম্বানি । মঙ্গলবার ৪৩,৫৭৪ কোটি টাকার বিনিময় ফেসবুক রিলায়েন্স জিও’র ৯.৯ শতাংশ শেয়ার কিনে নেয়। সেই চুক্তির ফলে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৪৯.২ বিলিয়ন ডলারে।যা ভারতীয় মুদ্রায় প্র য় ৩৮ লক্ষ্য কোটি টাকা ।

এতদিন আগে এশিয়ার ধনীতম ব্যাক্তি ছিলেন আলিবাবার প্রতিষ্ঠাতা কর্ণধার জ্যাক মা। ফেসবুকে রিলায়েন্স জিও’র ৯.৯ শতাংশ দিয়ে বের জ্যাক মা-এর থেকে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ বেড়ে যায় ৩.২ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, চলতি বছরেই মুকেশ আম্বানি সম্পত্তির ১৪ বিলিয়ন ডলার কমেছিল। যাইহোক এশিয়া এশিয়ার ধনীতম ব্যাক্তি হলেন মুকেশ আম্বানি । চীনের পর ফেসবুকে গ্রাহকদের সংখ্যা বেশি ভারতে। এদিকে ফেসবুকের হোয়াটসঅ্যাপে এখন ভারতে ৪০ কোটিরও বেশি গ্রাহক রয়েছে । তাই এবার অনলাইনে কেনাকাটা আমূল বদলাতে চলেছে ।