এপার বাংলা থেকে ওপার বাংলা এমন কি বিশ্বজুড়ে মশাদমনে নিত্যনতুন উপায় আবিষ্কার করতে ব্যস্ত ঠিক তখন মশা না মারার অনুরোধ জানালেন ফ্রান্সের প্রাণী অধিকার কর্মী আইমেরিক ক্যারন।
তিনি বলেন,মশা দমন করা উচিৎ মানুষকে মশার কামড়কে রক্তদান হিসেবে মনে করো। তাদের ডিমের প্রোটিন যোগান দিতেই মানবদেহের রক্ত খায়।
তিনি আরও বলেন, মশা হত্যা না করে বরং কামড় এড়াতে প্রাকৃতিকভাবে তাড়াতে এমন কিছু উপকরণ যেমন: সাইট্রোনেলা, ল্যাভেন্ডার তেল বা রসুন ব্যবহার করা যায়।