রাম মন্দির তহবিলে জমা পড়েছে ১ হাজার ৫০০ কোটি টাকারও বেশি : ট্রাস্ট

0

সমাচার ডেস্ক : উত্তর প্রদেশের অযোধ্যাতে রাম মন্দির নির্মাণের জন্য সারা দেশে জনসাধারণের দ্বারা এপর্যন্ত ১ হাজার ৫০০ কোটি টাকারও বেশি জমা পড়েছে তহবিলে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ঘোষণা দিয়েছিল যে ১৫ তারিখ থেকে রাম মন্দির নির্মাণের জন্য অনুদান সংগ্রহ শুরু হচ্ছে । এই অভিযান চলবে ফেব্রুয়ারি ২৭ তারিখ পর্যন্ত।

সংবাদমাধ্যমকে ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি (Swami Govind Dev Giri) বলেছিলেন, “অযোধ্যাতে রাম মন্দির নির্মাণের জন্য দেশজুড়ে ৪ লক্ষ গ্রাম ও ১১ কোটিপরিবারের কাছে পৌঁছানোর লক্ষ্য রেখেছি।

তিনি আরও বলেন,১৫ তারিখ থেকে রাম মন্দির নির্মাণের জন্য অনুদান সংগ্রহ শুরু হচ্ছে । এই অভিযান চলবে ফেব্রুয়ারি ২৭ তারিখ পর্যন্ত।আমি (Swami Govind Dev Giri) এখন সুরাটে অনুদান সংগ্রহ করতে এসেছি। আমরা মানুষের কাছে থেকে বিপুল সাড়া পাচ্ছি। প্রায় ৪৯২ বছর পর ধর্মের জন্য কিছু করার সুযোগ পেয়েছে মানুষ।”