মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স মোদির, উপস্থিত মমতা 

0

রাজীব ঘোষঃ- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্স শুরু হয়ে গিয়েছে। সেখানে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন নয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে এই বৈঠকে উপস্থিত নেই কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। লিখিতভাবে নিজেদের পরামর্শ দিয়েছে কেরালা। সূত্রের খবর রাজ্যের মুখ্য সচিব বৈঠকে থাকার কথা থাকলেও শেষমেষ সমস্ত জল্পনা উড়িয়ে এই বৈঠকে যোগ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বৈঠকে লকডাউন কৌশল কী হয় সেই দিকেই সবার নজর রয়েছে। সমস্ত রাজ্যের করোনার বিরুদ্ধে লড়াইয়ে পরিস্থিতি কিরকম রয়েছে, সেখানে লকডাউন আগামী ৩ মে তোলা যাবে কি যাবেনা, শিথিল করতে হলে কোন প্রক্রিয়ায় সেটা করা হবে, বিকল্প হিসেবে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, আরো কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে, এই সমস্ত বিষয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীদের বিস্তারিত আলোচনা হতে চলেছে।

তবে ইতিমধ্যেই মনে করা যাচ্ছে ৩ মে দেশের কোন বড় শহরে লকডাউন তুলতে নারাজ কেন্দ্র ।এই বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিশেষ আর্থিক প্যাকেজ দাবি করতে পারেন।মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে আর্থিক সাহায্য চাইতে পারেন।পাশাপাশি বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।