প্রথম পাতারাজনীতি সুষমা স্বরাজকে শ্রদ্ধাজ্ঞাপনের সময় চোখে জলকে আটকাতে পারলেন না মোদী! By Staff Reporter - August 7, 2019 0 Share on Facebook Tweet on Twitter tweet চলছে শ্রদ্ধাজ্ঞাপন পর্ব । ইতিমধ্যেই রাষ্ট্রপতি রামনাথ কোভিন শ্রদ্ধাজ্ঞাপনে পুষ্প অর্পন করছেন । এর পর শ্রদ্ধাজ্ঞাপন পুষ্প অর্পনের সময় চোখের জল থামিয়ে রাখতে পরলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রীর ভারাক্রান্ত আবেগের বহিঃপ্রকাশ ঘটলো।