রাজীব ঘোষঃ– পরিযায়ী শ্রমিকরা রাজ্যের সম্পদ। তারা কেউ ফেলনা নয়। রাজ্যে ফিরে এলে তাদের উষ্ণ আমন্ত্রণ প্রাপ্য। করোনা সংক্রমণকারী হিসেবে তাদের দেগে দেওয়া দুঃখজনক এবং অত্যন্ত হতাশাজনক। এই কথা টুইটারে লিখেছেন রাজ্যপাল জাগদীপ ধনকার।
প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরতে শুরু করায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞরাও এই কথা বলছেন। সেই বিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, দেশের পাঁচটি রাজ্য গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ু থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরছেন তাদের অবশ্যই প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে থাকতে হবে। বাকি রাজ্যগুলিতে থেকে যারা ফিরছেন তাদের মধ্যে কোন উপসর্গ দেখা না দিলে তারা হোম কোয়ারান্টিনে থাকতে পারবেন।
এই প্রসঙ্গে রাজ্যপাল টুইটারে লিখেছেন, পরিযায়ী শ্রমিকরা আমাদের সম্পদ। কেউ ফেলনা নয়। তারা পেটের দায়ে রাজ্য ছাড়তে বাধ্য হয়েছিলেন। মানবিক মূল্যবোধ অটুট রেখেও কোভিড-১৯ এর সমস্ত নিয়মাবলী ও নির্দেশ পালন করা সম্ভব। ক্যাবিনেট সচিব এর সঙ্গে মুখ্যসচিবের ভিডিও কনফারেন্স এ বৈঠক হয়। সেই বৈঠকে পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আলোচনা হয়। তারপরে নবান্ন থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। তারপরেই রাজ্যপালের এই টুইট বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।